জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শুভঙ্কর



মাটির টানে ফেরা  



￰স্বপ্নগুলো বিকিয়ে  গেছে , বাস্তবের দরজায়  করা নাড়তে  নাড়তে ;
কয়েক মুহূর্ত পর অশ্রু ঝরে  পড়া গন্ধে মিশে থাকবে লালমাটির  গন্ধ |

সোঁদা  গন্ধে মুহু  মুহু করবে আমার ছেলেবেলার  ঘ্রান ,সম্পূর্ণতায়  কাঁচা ধানের  গাছ  গুলো সোনালী আভায় রূপ থেকে রূপান্তৰিত  হবে ,শিশিরে ভিজে  থাকা মুক্ত  হয়ে  |

সময়ের হাত ধরে , বদলেছে  রূপরেখা  জীবন আবর্তে  , শুধু পরে আছে মাটির  গন্ধে, পান্তাভাতে,একটুকরো  পিয়াজ লংকার গন্ধে|

জীবন বাস্তবে ফেরে ,বাস্তব  হারায় যে ভাবনায় ,সে ভাবনার গন্ধে যে লাল মাটির সঙ্গে মা'র ভালোবাসা  লেগে আছে, 
 সূর্যের আভায় সব রং মিলেমিশে একাকার ,মাতৃত্বের সঙ্গে মাটির গন্ধ যে লেগে আছে ||




No comments:

Post a Comment