জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

নান্নু রেহমান



এই শহরে আমরা থাকতে পারব


এই শহরে আমরা থাকতে পারব?
প্রশ্নের মধ্যেই ধর্ষিতা মেয়েটির বেঁচে থাকার সকরুণ আকুতি-
দুচোখে দেখে মানুষ নামের দু-পায়া পশুর ঘৃণিত বিকৃত  মুখ
শহর মেয়েটির গলা জড়িয়ে ধরে বলে-মাগো আমিও তো তোর মত বীরাঙ্গনা!
শত শত ইট পাথরের লোভী ঠোঁট
প্রতিনিয়ত আমাকে করে ছিন্ন-বিছিন্ন
আমার অঙ্গে শত ব্যবচ্ছেদের চিহ্ন
দিন দুপুরে তারার মত জ্বল জ্বল করে
ধর্ষিতা কিশোরীর ইজারের ভিতর থেকে
চুঁইয়ে পড়া রক্তধারা নদীর কাছে প্রার্থনা করে
-আমাকে ঠাঁই দিবে তোমার বুকে?
উত্তরে নদী বলে-আমিও তোর মত রক্তাক্ত
বসন্ত আসার আগেই শরীরে বহন করছি
অজস্র শকুনের লোভী ঠোঁটের আঁচড়।
অনেক কাকুতি মিনতি করে কিশোরীর রক্ত
নদীর জলে হলো লীন
সেই থেকে বঙ্গোপসাগরের জল
কষ্টে কষ্টে হলো আকাশী নীল।






No comments:

Post a Comment