জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মহ. ওলিউল ইসলাম



সময়ের অ-সময়

কষ্টের রাত ভোরের চৌকাঠে হামাগুড়ি টানে|
মুহূর্তরা শরীর ফুলিয়ে,দীঘল হয়ে বেশ|
সন্ধ্যাতারা জায়গা পেয়েছে পূবের আকাশে|
--এখন কষ্ট গুলো সময় পাল্টে দিনের হয়েছে|
অপেক্ষা---!! সে লজ্জিত|
একরাশ 'আশা'-- জীবন সঁপেছে স্বেচ্ছা মৃত্যুর ঘরে|
বেহায়া কষ্ট গুলো ফিরে ফিরে আসে|
সুখ ---?সে তো এখন ব্রহ্মচারীর বেশে!!






ওরা মানবিক পরিবর্তন চায়

বিবস্ত্র বেদনা, ---
খোলা দৃষ্টিতে অদৃশ্য|
ঠাঁই পেয়েছে রঙিন চশমার কোণায়|
সাগর মাপের প্রশ্ন গুলো
ডুবিয়ে মারে আশার জীবন|
মানবতা আজ হ্যাংলা ঘোড়া,
--------------লাগাম পড়া|
দিক খুঁজতে, ---টেবিল চায়|
পরিকল্পনার কাগজে আরশোলার ডিম|
সহায়তার 'হাঁ' টুকু পেতে জীবন ছুঁয়েছে ফাঁকা পালকির কোল|
অস্থিমজ্জার উর্বর দানাগুলো
এখনো প্রতীক্ষায়|
হয়তো কোনো একদিন সাম্যতা ফিরবে সংস্কারের ঘরে|
সেদিন খোলা দৃষ্টিতে ধরা পড়বে বিবস্ত্র বেদনার দেহ|
তখন অশ্রুর ফোঁটাগুলো ঠাঁই পাবে জহুরীর ঘরে মুক্তো সেজে|




No comments:

Post a Comment