জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অনুপ বৈরাগী



কৈফিয়ত 


অনেককিছুই চেয়েছিলাম
দুহাত ভরিয়ে  দিতে

একপাহাড় সিঁড়ি ভাঙা অর্কিড
পাইনের রিবন ধরে নামতে নামতে 
অবাধে ঝাঁপ দেওয়া
ক্যালিগ্রাফিক ফাউন্টেন
সুনীল ক্যানভাসে অ্যাক্রাইলিক রামধেনু
রাখালিয়া মেঠোসুর
এক ছটাক কচি ঘাসের শিশির চুমু 
অবিন্যস্ত সিঁথিবেয়ে দাঁড়টানা 
বিকেলের খেয়াল
নিশিসূর্যের সফেদ ফোটোন
পা ছোঁয়া ঢেউয়ের বুদবুদ 


আজ পাহাড়ের ধাপে ধাপে 
যন্ত্রণার ঝুমচাষ
বুলেট চিনেছে মুঠোহাত
তারকাটা বাউলের মান :ফিরে দেখেনা কেউ
উপবাসী ক্লোরোফিল রোদ চাটে
কচুর ডাঁটা চোষে টিপছাপ
মুখোশের আবডালে
লুকিয়ে ফেলেছি গ্যাংগ্রিন
অভিজাত ডাস্টবিন , শুকতলা
জিভে চাঁখে ডাঁসমাছি


অনেককিছু চেয়েছি দিতে
প্রতিশ্রুতির ঝুঠা আশ্বাস ছাড়া 
বরাদ্দ কমেছে প্রতিখাতে 







৩৯ নং লেন

কবিতার হিমকাতুরে গতিজাড্যে
থমকে গেছে ৩৯ নং লেন

অযুত বাষ্পীয় বুদবুদ
কলমের দ্রাঘিমা বরাবর নেমে এলে
তুলসি গাছের ডালে সাঁঝ নামে

কাঁসরের গায়ে 
আজানের স্বরলিপি লিখতে চেয়ে 
পিছলে গেছে বুড়ো আঙুল 
রক্তের দামে : প্রতি পাড়ায়

বাজে শৈশবের বাড়ানো বাটিতে
যে কটা কয়েন পড়ে আছে
তার দুএকটা আমারও ছিলো

আমি অক্ষর দিতে পারিনি
দিতে পারিনি এলো ছাত
পেটকাটি চাঁদিয়াল
ঝনাৎঝনের সূচকি দূষণ মেনে নিয়েছে
হাভাতের পোষাকি কান

গরমিল গলিতে কালোঘামে ভিজে গেলো
আগামীর অক্ষরজীবি পৌষালি রাতে

৩৯ নং লেন আজও  কবিতা লেখেনি




No comments:

Post a Comment