জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রমানাথ ভট্টাচার্য



হে নূতন


বিতিকিচ্ছিরি দেওয়াল লিখন
আষ্টেপৃষ্ঠে বাঁধছে শহর- গিলছে শহর
শিরদাড়া বেয়ে ক্রমশ নেমে যাওয়া হিমস্রোতগুলো
জমা হতে থাকে
তৈরি করে চলে হিমবাহ
বিক্ষোভের- মিছিলের- বিতৃষ্ণার
শহর-
আধোঘুমে জেগে উঠতে চায়
দেখা পেতে চায় ফসল ফলানো ভোরের
দেরী  নেই- খুব বেশি দেরী নেই




আকাঙ্ক্ষা


দু-চার ফোঁটা যা পড়ছে পড়ুক
বাদলাতে আকাশ ছুঁয়ে- তোমার শরীরে
তোমার চুল ভিজিয়ে মুখ- মুখ ভিজিয়ে ওষ্ঠ- অধর
সেখান থেকে আরও গভীরে
                      ঝরে পড়া
ইচ্ছেটুকু- আস্বাদটুকু-

গাছ চিনেছে বর্ষার স্পর্শ
গর্ভধারণ হবে গর্ভধারণ হবে

আশা ফলবে শরীরে- তোমার



No comments:

Post a Comment