জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

নবকুমার পোদ্দার



ভোর

ভোরে ওঠার ভাল লক্ষণ
অসংখ্য পায়ের পদছাপ পড়া যায়



জোছনা

জোছনার আলোতে একটি গাছ
ফুল ফুটবার আগেই জানালা চেনে



নৌকো

প্রতিটি জানালায় নৌকো লুকনো থাকে




প্রেম-

পাখিদের ঘরে ঘরে বসন্ত লেগেই থাকে




বিতীর্ণা

বিতীর্ণাকে সুন্দর বলতেই
কোথা থেকে রঙবেরঙের প্রজাপতি উড়ে আসল




No comments:

Post a Comment