জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রণজিত্ পাণ্ডে



মর- জগতের বিলীন চাদরে 


সার্জিক্যাল ব্লেডের বুদ্ধ্যাংঙ্কে যখন 
         লুকিয়ে দেখছিলাম তোমার প্রতিকৃতি 

এবং যারা শাসিয়ে ছিল একদিন 
তারাই দেখি সওয়ারি হয়ে 
           ঠোক্কর খাচ্ছিল চেয়ারের পাদদেশে 

আর আমিও তখন 
       সরস কব্জি ডুবে ছিলাম বিন্দাস 

আজ তুমিই আমাকে বিষন্ন করে দিলে

রূপের অভ্যন্তরেই যে বীভত্স কংকাল 
       তা  আড়ম্বরে  প্রকট হলো 

আর আমিও তাকিয়ে রইলাম তারই পাশে 
        
মর- জগতের বিলীন চাদরে 





উলম্ব থেকে অনুভূমিক 


উন্মুক্ত উষ্ণতায় যখন শুষে নিচ্ছিলাম 
              কায়িক ব্যারাম- 
     অথচ স্বপ্ন খুঁজছিলাম কোলের শিশুর 
                               এবং আলোর উৎসের 

অকথিত ভবিষ্যৎ তখন্
       দাদরায় ছুটছিল উলম্ব থেকে অনুভূমিক 

ততক্ষণে জ্যোৎস্না ফুটে গেছে 
     এবং তা চুইয়েও পড়েছে শরীর পাহাড়ে 
সেখানেই আমি প্রতিধ্বনিত হচ্ছিলাম বার বার 

কারণ বাচ্চাদের কার্টুন চ্যানেলের সংখ্যা জানা আছে 
                   এবং সময়ের ডিস্কো ড্যান্স 



No comments:

Post a Comment