জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

কৃষ্ণেন্দু দাসঠাকুর



বিষন্ন সে সকাল


ঘড়ির লাল কাঁটাটা পাইথনের মতো
    ক্যালেণ্ডারের লাস্ট পেজের দিকে
                                  এগিয়ে যাচ্ছে
ছাদের উন্নীত বুক ফাটিয়ে
বৈদ্যুতিন তারগুলো প্যাস্টেল চুম্বন 
                   কার্নিশে গোলাপের টবে



ড্রয়িংরুমের কোণে বসে
আমার ভাই একটানা পড়ছে--
সাতে সমুদ্র,সাতে সমুদ্র...
                         আট আর হয়না।
নরম টেবিল।কবিতার খাতা।
                  ইউজ এ্যাণ্ড থ্রো পেন
সেল্ফ ভর্তি ঝাপসা ঝাপসা অক্ষর 


কারা যেন রাতের বেলায় আগুন
                               জ্বেলেছিল
এখনও কালো কালো ছাই পড়ে
সেদিন দীর্ঘ দেবদারুর ছায়া মাড়িয়ে
বনলতা সেন,শাশ্বতী, নীরা আর আমি
                    অনেকটা পথ হাঁটলাম
ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে
শান্তিনিকেতনের ছাতিম তলার সেই
                জল রঙ আল্পনাটা ক্রমশ 
গ্রীণরুমের মেকাপের আয়নায়
                                সিঁধিয়ে যাচ্ছে


--দাদা গোলাপ গাছের পাতাগুলো তে
পোঁকা লাগছে
--এ্যস্ট্রেটা পরিষ্কার করে নিয়ে আয়




No comments:

Post a Comment