জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রঞ্জন চট্টোপাধ্যায়



ওরম মনে হয় 



পাথরে বৃষ্টি পড়লে 
পাখিদের হাতেও বেশী সময় থাকে না

আমার ব্যক্তিগতটিতে 
চিলের ছোঁ দেবার আগে
একবার ভেবে নিও

উড়ে যাবার একটি  মাহেন্দ্রক্ষণ  হয়

একচুল আগেও না
পিছেও না

যদি মনে কর একাগ্রতা
তাহলে আমি বলব
শরীরে  অভয়ারণ্য

প্রয়োজন এবং অপ্রয়োজনগুলোয় 
কথায় কথায় দর্শন জুড়ে দেওয়া
তোমার স্বপ্নদোষ হতে পারে

যৎকিঞ্চিৎ ধৈর্য উদ্বৃত্ত ধরো

তোমারও মনে হবে

ওরম মনে হয়...............



রঙধনু যে প্রাকৃতিক



তোমার নামটা  ধর্ম হলেও
অসাম্যের কিছু আসত না

ঠিক জায়গায় গ্রামপঞ্চায়েত বসাতে
আর বলতে,  ক্যান য়ু সে গৌরাঙ্গ? 

রঙের হাতে অসবর্ণ একাকীকরণ 
নিম্নকটি তোমার অধ্যাদেশ থেকে এবার 
একটি  সনাতন মাইরি আশা করি 

জলছবিতে জল নেই 
মনের গায়েও  রঙ নেই 

ক্যানভাসেতে আকাশ ভাসে 
মনখারাপে বাতাস আসে


জলরঙেতে বহুব্রীহি
রঙধনু যে প্রাকৃতিক



No comments:

Post a Comment