জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

পবিত্র কুমার ভক্তা



বিলাস


জোনাকির সারারাত সাঁতারকাটা
অসহায়তা বিলপুকুরের পাড়ে
পরাধীন স্বপ্নেরা বাউন্ডারি ভেঙে জলে নামে
আত্মরতির আয়নায় জোড় বাঁধে
চাঁদের ছায়া স্ফটিকের অ্যাসিড
টলটলে জলে চকচকে মরণ।
পঙ্গুরাত ঘিরে ধরে আগামীর আশা
স্বাধীনতা বেচে নিরাপত্তার বাসা।

বিলপুকুর থেকে উঠতে ভয়
লিপ্তপদে মিহি স্বপ্নেরা
বঞ্চনা
ক্রোমোজোমে রপ্তানি
এক্সট্যাসি খুঁজে রাত
সমাবেশের সিদ্ধিলাভ।






মডলিন


উস্কানি ছড়ালে
ইতিহাস স্পর্শকাতর; 
শিরায় জালিকায় তন্দ্রাভাঙার হেমন্ত
সর্বাঙ্গে স্বজন হারানোর কান্না
দূরত্ব বাড়ে। 
ভুল বাঁটোয়ারা কম্বোজ
মূল্যায়ন চলে আজীবন
হাইড্রোলিক সম্পর্কের ব্যবচ্ছেদ 
ঘ্রান লেগে থাকে আঁতুড়ঘরের
একসময়ের আত্মীয়তা সেন্সর বোর্ডে
ভাঁজকরা থাক চর্বি

সম্প্রসারনে সময়ের ভাব


No comments:

Post a Comment