জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

চিরঞ্জিব হালদার



চিরঞ্জিব হালদারের কবিতা



প্রতিদিন ছায়াটা রুটি বানাতে বানাতে
সীমান্ত রাজাকর।
এটা সেই সারেঙ্গীটুলি নদী।
তার ভাসমান নৌকায় কোন মাঝি নেই।
নদীর ওপারে ছায়াটার ঘাঘরা এনে না দিলে
মাঝ নদীতে নৌকা ডুবিয়ে দেবে।

মা বলেছিল যাত্রীর সাথে নৌকাও ডুবতে চাইলে জানবি
ঈশ্ব্ররচন্দ্রের পায়ের কাছে
বাংলা ব্যকরণ প্রার্থনায় বসবে।






 তোমার একশ আটটা হৃদপিন্ডের কাছে
প্রতিদিন অক্ষম প্রণাম রেখে আসি।

 মা কে আবিষ্কার করিলাম।
দোয়াতদানির ভেতর তার অভুক্ত অস্থি।
আবিষ্কার করিলাম তার কোন কল্পনাদি নেই।
মায়াকোভোস্কি কে লেখা
তার বকলমা আজ করতলগত।
তার উপোস দিয়ে কেনা জ্যামিতি বক্স আর অপ্সরা পেন্সিল যৌথ খামারের 
অবৈতনিক সভ্য।
আবিষ্কার করিলাম।


এই যে র্নিবান্ধব কলম
ডুমুর গাছ আরও আগে কেন
আবিষ্কার  হলোনা।
যেমন হয় না মায়ের
জন্ম ও মৃত্যুদিন পালন।

No comments:

Post a Comment