জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শান্তনু পাত্র



মগজাস্ত্র

মিথিলার খুব কাছে এসে

দেখতে না পেলেও, শুনতে পাচ্ছি

সেতার বাজাচ্ছে কেউ

বিদ্যাপতি গাইছে ব্রজবুলি

বর্তমান থমকে আছে।


লজ্জা গুটিয়ে রাখছে শামুক

পরকীয়া পিঁপড়ের কামড়

ঘায়েল করতে মগজাস্ত্র।




মহা-বিস্ফোরণ



শীতের শুষ্কতায় ঝরে পড়া ভুলগুলি
একাকী প্রশাখা দাঁড়িয়ে থাকে নির্জনে
নিউক্লিয়াস ভেঙে ভেঙে
বহুরৈখিক পথে জালবিন্যাস।

ফণিমনসার কাঁটা গলে গলে পড়ে
ব্ল্যাঙ্কেটের উষ্ণতার সাথে চুক্তি
জামারা ছোটো হতে হতে ফেটে যায়
মহা-বিস্ফোরণ তত্ত্বের মতো
দিনে দিনে ব্যাস বেড়ে যায়।


No comments:

Post a Comment