জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

প্রদীপকুমার ঘোষ




অণু দান পর্ব

থাকাটা আপেক্ষিক
না থাকাটাই সুদূরপ্রসারী
আবছায়ার মৃতদেহ আলোর অধিক।



সাদা লিখবো
একটানা সাদা তোমাদের ভালো লাগবে না
তবু সাদা লিখবো। ডটেড।


ভিজে পালঙ্কে শুয়ে থাকি
বালিশে কোনো আগুন নেই
বাড়ির বাইরে পাতাবাহার হাসছে
অগত্যা শুনছি গুমোট মেঘের নিঃশ্বাস।


উপেক্ষার ভাষা শালীন
অন্ধকারে চিনে নিতে হয় পথভুল
আমাদের অতিরঞ্জিত দেওয়ালে
পেরেক ঠুঁকে ভরে নেওয়া যাক
কফিনের গন্ধ, তীব্র স্বাদরোধী।


দাঁড়িয়ে যাও ক্ষণস্থায়ী নম্রতা
বুকে পাথর বেঁধে
নাহয় অন্যদিন চলে যেও
নিজস্ব গুহায়।




No comments:

Post a Comment