জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

উদিত শর্মা



টমেটো ক্লাউন 


ছাদের কার্নিশ থেকে পায়রা ওড়া বিকেল নেমে এলে
জানলার গরাদে বেড়ে ওঠে কিছুটা সময়
উদাসী প্রহর জানে এ সময়ের ছায়াপথে
প্রতিসারক মনের ভেতর কী কী ভেজানো রয়।

শরীরে খোদাই করা প্রতিটি আখর
মনে রেখেছে এ যাবৎ ধূলা ও প্রস্তর। 

রান্নাঘর থেকে বেরিয়ে আসা কত কথামালা
ক্রিয়া ও প্রতিক্রিয়া সব
ফিরে যায়
ফিরে যায় সব রাসায়নিক দর্পণে
তবুও তুমি আমার বিকেল কিনে নিলে
                                                  চড়া দামে।

নিভে যাওয়া জল থেকে
সময় যে শরীর ধরে নিয়ে আসে ----
টমেটো ক্লাউন তার চমকে তাকায় চারপাশে।

শৈত্যেরর বিনুনি বেয়ে নেমে আসা ঝড়
আগুন প্রজ্বলনের  পিছনেই কী লেখা থাকে
                             অন্ধকারের নিস্তব্ধ প্রহর।

এতদিন গবাক্ষে লুকিয়ে ছিলো যে চড়াই
প্রাণের ভেতর তার ঘুমিয়ে ছিলো
                       বেঁচে থাকার নিশ্চিন্ত লড়াই। 





No comments:

Post a Comment