জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অর্ণব মন্ডল



হাতির শুঁড়ে বিবর্তন


অমিমাংশিত সারাংশের জেব্রাক্রসিং ধরে 
সুস্থ হস্তিনাপুর

এটা চুরি,নয় চতুর ছোটো গল্প-

ধারাপাত নিয়ম মানা রাজ-অন্তঃ পুরে মল্লারী

কাঁটা ঠোঁটের মিথেন
আলেয়া খেলার শয্যশক্তি 

দু'হাত নিভে গিয়ে 
সূচনার অভয়ারণ্যে
কবিতায়-
              সুর ও স্বর ভিন্ন চারুকলা

হাতির শুঁড়ে প্রেয়সী মোচড়
               নিষ্পলক বিবর্তন

জমাট বাঁধা কাছিম দৌড়ে
আমার ক্ষারকঋতু বারোমাস

শরৎ কাহিনী খোলা পড়ে আছে 



ভূমিরূপ ভালোবাসা


রক্তের জমাট বাঁধা নিঃসঙ্গতা--

রাতের আবেগে ঘোড়া ছোটালে
ফুটন্ত প্রেম ছবি আঁকে
টগবগে
            মেরুবিচ্ছিন্ন হাহাকার...

শূন্যতার নিচে পাথুরে ক্ষত,
নিরাকার উত্তাপে
উড়ে যায় অভিকর্ষজ প্রত্যয়

শয্যাশায়ি মহাকাশ সাক্ষ্যেতা,
                          ঈশ্বর দর্শক--
জীবাশ্ম আত্মায় উপভোগ লেখে
ভূগোল হৃদয়

অপেক্ষার কঙ্কাল ঠোঁট,
অ্যামাজন রহস্যে
সাজিয়ে রাখে স্মৃতির মন্থকূপে

আমিও রক্তের সহিষ্ণু ইতিহাস
ফেলে পার হই-
     কালাহারি দূষণ...
                    খনিজের বসন্ত...

তোমার কালো টিপে
কালজয়ী সূর্যাস্ত বরাবর
                      নিরক্ষীয় পদযাত্রা
ভূমিরূপ ভালোবাসা
রাতের বহুরূপী লেখচিত্র




No comments:

Post a Comment