জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

বিপ্লব সরকার




প্রেম বিষয়ক দুটি কবিতা 

1)

প্রেমিকাদের ভিতর সুপ্ত জ্বালামুখ 
নিজেকে আত্মাহুতি দিয়ে বেশ বুঝতে পারা যায় 
একটা দাউ দাউ জীবনের চক্রব্যুহে আবদ্ধ হয়ে 
পড়েছি আমরা

ঠিক যেভাবে জীবনরেখার ধার ঘেঁষে বেড়ে ওঠা 
বনাঞ্চল থেকে বনভোজনের ডাক পেলে 
নৈসর্গিক প্রেম জন্মায়

ঠিক সেভাবেই আমরা ঢুকে পড়ি তাঁর ভিতর

কয়েকটা জ্যোৎস্নাহীন পট অতিক্রমনের পর 
থেমে যায় সদ্য ডানাগজা পাখির উল্লাস



2)

সাদা পায়রার কবলে কিভাবে উদ্দাম ষাঁড় 
শান্ত শীতল বরফ হয়ে যায় 
তোমাকে না জানা অবধি অজানাই থেকে যেত

অর্থাৎ তোমাকে বলা যেতেই পারে প্রশান্ত 
মহাসাগরীয় আগ্নেয় মেখলা

সদা জাগ্রত মূর্তি, ভড়কে ওঠো উলুধ্বনি পেলে

কতযুগ তুমি পৌরুষ চিবিয়ে খাও এভাবে 

অথচ পুরুষ মিথ্যে দম্ভ নিয়ে বাঁচে 






No comments:

Post a Comment