জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অয়ন ঘোষ



এ ভাবেই ভেসে যাওয়া 

এভাবেই  রোজ দেখি
বয়ে যায় দুঃখকাল
দেখি ভাটির টান
উদাসীন পালকে লেগে থাকে
মরে আসা রোদ্দুর
মাস যায় বছর আসে
অন্ধকারের সম্পর্ক মিশে যায় 
গোধুলির বাঁকে
সংক্রান্তির গাজনে
সঙ সেজে দাঁড়াই
সময়ের অভিসারে
বিষাদ নৌকায় ভেসে যায় অভিমান
ভেসে যায় আমার পাড়ানির শেষ সম্বল।


এ পদাবলী শহুরে মানুষের

শহরে সন্ধ্যা হলেই
জ্বলে উঠে পথ বাতি
নিজেকে আড়াল এ রেখে
ঘরে ফেরে মানুষ
কালো বারান্দায় দাঁড়িয়ে
দুটি ধুসর চোখ
আকাশ দেখে, বৃষ্টি  ভাবে
দু হাতে শুখিয়েছে জল রঙ,
ফাঁকা ইজেলে দীর্ঘশ্বাস  লিপি।

এবার শুরু হোক কথা, অকারণ 
প্রবল জলোচ্ছ্বাস, বানভাসি ঠোঁটে
অলীক বৃষ্টি নামুক রাজপথে
ভিজে একশা আলো
অনেক হেরে যাওয়া
রাত পেরিয়ে  প্রত্যাখ্যাত
সেই মানুষ পেয়েছে 
পূর্বজন্মের অক্ষর গান
লিখছে নিঃসময়ের পদাবলী।




1 comment: