জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবাশিস কোনার



মন থেকে শুরু


যে কারণে অনেক বেশি সময় ধরে যন্ত্রনা
নিভে যায় এবং তার উপরে ভিত্তি করেই
এগিয়ে যেতে হয় ।
          সেই সকল প্রকার বিজ্ঞাপন প্রচার করে
টিকে থাকা।- - - এর চেয়ে ঢের ভাল কথা বিক্রি
অথবা সিঁড়ির নীচে দাঁড়িয়ে থাকা ।

উটকো মানুষের মত গোপনে অভিসার সেরে
ফিরে দেখি মনটা হারিয়ে গেছে।



আলোড়ন


শেষ প্রহরের আগে কখনো হারতে নেই
যদি নতিস্বীকার করতেই হয় 
মরণের আগের স্টেশনের দিকে
লক্ষ্য রেখে এগোবে

তিল ক্ষেতের দিকে ধাবমান মেশগুলি
চোখের পলক ফেলতে দেয় না
অকাকুড়া বলের ছুটে চলা আস্ফালন
আর তোমাদের অনৈক্য

গাধা পিটিয়ে ঘোড়া বানানোর স্বপ্ন
যুদ্ধজাহাজ আর বল পেন
অখন্ড মেরুদন্ড নিয়ে আলোড়ন 




No comments:

Post a Comment