জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

আফজল আলি



কবি বিপ্লব সরকারের কবিতা বইয়ের আলোচনা

উত্তরবঙ্গের কোচবিহার পশ্চিমবঙ্গের এক্কেবারে প্রান্ত জেলা,   কিন্তু সেখানে বসেই কবিতায় মাতিয়ে রেখেছেন তরুণ কবি বিপ্লব সরকার । খুব অল্প দিন লিখতে এসেই কবিতায় মেধা এবং পরিপক্বতার ছাপ রাখতে শুরু করেছেন । তার প্রথম কাব্যগ্রন্থ -  ওঁ চিহ্নের সন্ধি -  কবিতার বিভিন্ন রকমফের বা নানান structural reforms এর মধ্যে না গিয়েও তাঁর নিজস্ব দক্ষতা দেখিয়েছেন লেখনীর ভঙ্গিমায় । কবিতার মধ্যে কবি বিস্তারিত কথায় যাননি । যে কথাটা আমি প্রায় বলি -  poetry is also an art of elemination of words -   ঠিক যেন সেই প্রতিপাদ্য মেনেই কবি লিখেছেন প্রত্যেকটি কবিতা । ভাবনাকে filter করেছেন এবং ছেঁকে তুলেছেন শব্দবন্ধ। এখানেই তাঁর এই কাব্যগ্রেন্থর সার্থকতা । অপ্রয়োজনীয় অতিকথন ছেঁটে কবিতাকে করে তুলেছেন ভীষণ স্মার্ট অথচ হৃদয় ও আবেগ যেন সমপরিমাণে মিশ্রণ ঘটিয়েছেন। কবি কবিতা লেখেন নিজের জন্য মূলত;   কিন্তু লেখা পরবর্তী পর্যায়ে তা স্বাভাবিক ভাবে ই পাঠকের  দরবারে হাজির হয়ে যায় । বিপ্লব সরকারের লেখা পাঠকের কাছে সমাদৃত হবে তার ভাষা,   শব্দ প্রয়োগ এবং ভাবনার সঠিক শব্দানয়ের জন্য যেখানে সীমিত কথার তুমুল জংশন আছে ।

যেমন " আঙুল " - কবিতাতে কী ভীষণ সংযমী হয়েছেন  কবি। 

"  আঙুল 

ছোট চোখের আঙিনায় আঙুল তুলে 
পুড়ে যায় নখ 
আয়না ভেঙ্গে বিশ্লেষিত হয় 
দুধ ও জল 

আঙুলটা তবু গুটিয়ে রাখতে হয় 
গুটিয়ে রাখতেই শেখো 
নইলে --

'রাজা'-র যৌনাঙ্গে ধার আছে  " 

খুব সাধারণ কথন থেকে শুরু করে কবিতাটিকে নিয়ে গেছেন এমন এক পর্যায়ে যেখানে ইঙ্গিতবহ " রাজা"  নামের সমাজের শৌর্যবীর্যধারী হোতাদের।

আর একটি কবিতায় যেতে পারি -   "প্রেমিক "  
"  প্রেমিক 

প্রেমের আগে দু'চারবার প্রেম হওয়া ভালো 

রামধনু থেকে খসে পড়ে 
এক-এক করে 
সবকটা রঙ 

হাঁটতে হাঁটতে কোনো কোনো শিরদাঁড়া বেঁকে গেলেও 
প্রেমিকেরা দাঁড়ায়। সোজা হয় 

কোথাও একটা আঠালো গন্ধ... " 

খুব সাধারণ কথন এবং ভাবনাকে কীভাবে কবিতায় উত্তীর্ণ করতে হয় তা বিপ্লব সরকারের কবিতার মধ্যে পাওয়া যাবে । কবিতায় ল্যাবধর্মী কোনো কিছু না থাকলেও পাঠকের হৃদয়ে সৃষ্টি করবে তরঙ্গ  ,  অনুরণন এবং এক ধরনের শব্দ কেন্দ্রিক নিবিষ্টতা।  আর একটা কথা কবিতায় শব্দ নিয়ে কোনো ছুতমার্গ নেই তাই কোনোরকম যৌন গন্ধ আমি আলোচনার মধ্যে ই আনলাম না 

ওঁ চিহ্নের সন্ধি -  বিপ্লব সরকার 
শাম্ভবী থেকে প্রকাশিত । দাম 100 টাকা 




No comments:

Post a Comment