জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবদূত



শোরুম
         
আস্তে আস্তে হাতির দাঁতেও নামছে অন্ধকার
সিংহের লোমের কাছে পরাভূত
                                               রোদের বল্লম
অনূর্দ্ধ মানুষের তর্পণ--
           পিতৃপক্ষের বর্ণ পরিচয়ে আজ
           কিছু ভেষজ বপন করি এসো
পৌনঃপুনিক ফুচকার সন্ধে তোমরা যতই লেখো
লিপস্টিক জানে আত্মরক্ষার গোপন খুঁটিনাটি
বৃষ্টির বাস্তুতন্ত্রে কিছু নীল অনাবিল
ভেজা ডানা বেঁধে রাখে তিন পা--
অনেক দূরে
শস্য হাল হাতুড়ির ঘামে
ইতিহাস নিরপেক্ষ হলে ভালো হতো
অক্ষর ও উষ্ণায়নে
শাকাশি গাছের দলে ক্যমেলিয়া উভচর,
শিশু তীর্থে বিবর্ণ কিছু মুখ
বিরবলের হাঁড়ির নিচে আহা
                 ধুলো ঝেড়ে বসে সতীর্থ ভিড়ে

আয়নার চোখ দিয়ে দেখি
নক্ষত্র খচিত বাবুল সিংহাসন
           ক্রমশ চলে যাচ্ছে আফ্রিকা গভীরে...






খুরের শব্দ বাতির কান্না
           
সংস্কারে বাঁধো ঘোড়াটাকে
                      ঘোড়সওয়ার
খুরের শব্দে জাগবে গাছেরা
গ্রে ম্যাটারে ঢেলে দাও ঘি অর্জুন
পরাবৃত্ত চোখ নিয়ে ঘোরে
                       বর্ণিল মাছেরা
পাকদন্ডি দিয়েই আসবে আলো
              অবাধ শব্দহীন
বাকিটায় ছায়া পড়ে আছে!
বীর্যেই যত গ্রহদোষ আমাদের
                      বাতির কান্না
কালি-কলম-কুমীরের কাছে...




No comments:

Post a Comment