জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অমৃত দে



আমি এসে যাবো



তুমি তৈরী থেকো,আমি এসে যাবো
কাপুরুষের বন্ধনে আবদ্ধ হবার আগে,
তবে সে আসা নয় কোনো চোখের টানে আসা,
সে আসা নয় কোনো মুখের টানে আসা।
আমি আসব সাদা কাফনে বন্দী হয়ে,
তোমার সানাই এর সুরের মন্দ্রিত লয়ে-
হয়তো খুঁ‌জে পাবো শান্তির নিকেতন।
তুমি তৈরী থেকো আমি এসে যাবো,
ফুটপাতের সাদা জানোয়ারটির থাবা বসানোর আগে।
যদিও সে আসা হবে নিষ্প্রাণ
সে হোক,তবুও ধমনী তে স্পন্দিত হবে,
যদিদং হৃদয়ং তব---------------
তুমি তৈরী থেকো,
সময় হলে আমি এসে যাবো-
সে আসা সংজ্ঞাহীন হলে ও
আমি দেখে নেবো চোখের কাজল,
ছুঁইয়ে যাবো ঠোটের সজল।
এপূর্বরাগ,অনুরাগ,-----বিরহ-------
তখন আর সবে না নিথর দেহ,
সৃষ্টি সুখের আনন্দ মুখে মেখে,
বিদায় দিও চোখে ঢেকে তারা
আমার সব যন্ত্রনা হবে সেদিন সারা।।



No comments:

Post a Comment