জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অর্ঘদীপ পানিগ্রাহী


ব্যস্ত প্রেম

একাকীত্বের শহরটা তখন ইমারতের বেড়াজালে, একথা সেকথায় খোঁজা, ঘন্টা পেরিয়ে, হেমন্ত ঢাকা মাঠের আলে, প্রেমে ফেল সোনার কাঠি ছুঁইয়ে । তোমাকে আঁকড়ে স্বপ্ন গুনেছি, চেয়েছি তোমায় বেঁধে নিতে, দম বন্ধ বুকে লিখেছি , তুমি যদি আমার হতে ! বাসি মুখে বিছানা দিয়ে, বেরোতে আবার পেটের দায়ে, মিষ্টি মাখানো কৃত্রিমে নেয়ে, ভালবাসায় শোষিত হয়ে । একবিংশীয় ভালবাসা জানে, মুখোশ প্রেমিক আজ ও কালচক্রের ঘূর্ণনে । একাকীত্বের শরীরটা তখন ইমারতের বেড়াজালে, ঠোঁটে ঠোঁটে স্বপ্নগুলো তুমি আমায় পেরালে ।





No comments:

Post a Comment