জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সব্যসাচী সরকার




আসা যাওয়া


আসো প্রতিবার - আর তার পরে
সামুদ্রিক ব্যবধান রেখে ফিরে যাও
পরিচিত গন্ধ এসে ঘরে ঢোকে আসার সময়ে
তখন উচ্ছ্বাস যেন আমার সত্ত্বাকে কাড়ে
সে ঢেউ তোমার গায়ে যেন বড়ো বেশি
                                       লাগে আজ
তবে তো তোমার আসা যাওয়া বড়োই বিরল হয়ে থাকে

আসো - তবে উচ্ছ্বাস বাঁচিয়ে ফের ফিরে যাও সমুদ্র গভীরে  !



কনট্রাষ্ট

  
জল বিপদসীমার উপর দিয়েই বইছে
তথাপি এটা শীতকাল অনুভবে বুঝি
তাড়াতাড়ি ফসল গোটাই
গোলাঘর তুলে ধরি মাথার উপরে
বাস্তব ডুবেও যদি যায় তবে আজ
বছরের খোরাক বাঁচাতে আজ আমি একক মরিয়া ।




কোশ্চেন মার্ক



কারনেশন মুক্তির কাছে
শুধু এক অজানা অচেনা দায়
গ্রাউণ্ড ফ্লোর থেকে ঝিকিয়ে উঠে আসছে
লিফট পরিবাহী বুটের আওয়াজ
স্পষ্ট এক প্রশ্বাসের শব্দ বলে দিচ্ছে
ই সি জি রিপোর্ট বড়ো ভালো আছে
এদিকে ফ্লাওয়ার ভাসে দুইখানি গ্লাডিওলাস
                                         কাঁদছে
তুমি কি সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছো
                                     সেনোরিটা  ?



                 

 লোডশেডিং

  
দ্যাখো সেনোরিটা, আমার কাছে কোনও
বিদ্যুৎ পরিবাহী তার নেই আপাতত
লোডশেডিং এর কারুণ্যে নিস্তব্ধতাগুলি
কিছুমাত্র কাছাকাছি এসেছে - আর তুমি
যে বৈদ্যুতিক খুঁটির কাছে রৌদ্র করোজ্জ্বল
মাঠে বসে থাকো - সেখানে কিছুটা আগে এক
                             ঘাস ফুল ফুটেছিলো
সেনোরিটা তুমি আজ বহুদূরে আছো ক্যাপিটালে
যেসব বার্বিরা আজ তোমার পশ্চাতে ঘোরে
তারা ওই কস্তুরী গন্ধের কাছে ফিরে যেতে চায়
তবে তুমি বেমিসাল ভালো থাকো এইটুকু বুঝি
                         কারণ তোমার মুখে আজ
                                       রৌদ্র গড়ায় ! 





No comments:

Post a Comment