জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অয়ন মণ্ডল



একা ও সর্বস্বহীন


একা ও সর্বস্বহীন শীত আমাকে এগিয়ে নিয়ে যায়, 
বৃত্তের বাইরে যে আকাশ সেখানে 
       তোমার চোখ সন্ধ্যা তারার মতো
                        পথ দেখায়
বহুপথ হেঁটে এসে আজো দেখি তুমি পা-য় পা-য়
এসেছো আমার সঙ্গে প্রতি-সন্ধ্যা, রাত্রি, প্রতিদিন
একটি করুণ মোম রোজ জ্বলতে থাকে আমার জীবনে 
    পাগলের মতো রাত্রি নামতে থাকে---
পৃথিবী থেকে একে একে ছিটকে যেতে থাকে 
                    সময়ের চক্র...
তোমাকে দেখেছিলাম জীবনের দুই-তিনটি বছর 
একটি নিবিড় ইচ্ছা ভয় ছিল হারাই হারাই---

আমার জীবন নয় তোমার ইচ্ছার চেয়ে দামি 
কতদূরে তুমি আজ, আরো কতদূরে একা আমি





সিটি লাইটস


বাজপাখির ডানায় ভর করে উড়ে যায় শহর
                  সন্ধ্যা নামে
বিছানায় কোণাকুনি শুয়ে থাকে শীত
মানুষ পোড়ার গন্ধ কখনও ভারাক্রান্ত করে দেয় মন
    একে একে গল্পের দিন শেষ হতে থাকে 

তুমি বলে এতকাল যাকে চিনে এসেছি, সেও তো
    উড়ে যেতে চায় পাহাড়সমান স্মৃতির 
                  বোঝা চাপিয়ে

কিছুই বুঝলে না, 
       অথচ চারিদিকে এতো যে ধোঁয়া 
                তার কিছুটা তো---

      উড়ে যাওয়া পাখির ছায়া 

রোদ তো কোনোকালেই অতটা প্রিয় ছিলনা, 
যতটা প্রিয় ছিল সন্ধ্যাবেলা শহরের মাথায় 
       জ্বলে থাকা নীল তারা...




No comments:

Post a Comment