জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দীপ্তি চক্রবর্তী



মেঘ ছোঁয়া রাতে 

অনাবাদী শব্দের অন্তক্ষরণ
লালিত পৃথিবীর গায়ে
                   সমুদ্রের বেনামী ঢেউ
উথলে ওঠে ফেলে যাওয়া কোনো প্রেমের বার্তা
পিওনের চিঠির অপেক্ষায় কাটে
একটি একটি কামরাঙা অলস দুপুর
ভিড়েছে তরী
কোনো এক স্নানের  ঘাটে
অনন্ত যৌবনা কোনো ঢেউএর বুক চিরে
নামতে থাকে অনির্দিস্টের উল্লাস 






কাটাকুটি এক  ব্যবচ্ছেদ 


ফিরে দেখার সময় নেই
অতলান্ত শব্দছক থেকে নিঙরে নামছে অভিশাপ
অথবা কিছু ভ্রমরের গুঞ্জনও অবশিষ্ট
ছিলো
অন্ধকার ঋতুস্নানে গেলে
পিঠে সকালের শিশির মেখে
প্রাতর্ভ্রমণ সেরে নেয়
                        সোনালী সূর্যালোক
উড়ো চিঠি আসে
পাখির পালকে বাঁধা থাকে স্নেহের পরশ
শীতল দিনের গন্ধ মেখে ফিরিয়ে দিয়ে যায় অলিখিত  দিনের কাটাকুটি খেলা 




1 comment: