জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ওয়াহিদা খন্দকার

  


বড়দিন   

মহাবিষুব গর্ভবতী হল প্রথম ফাল্গুনে
মহাকাশের ফায়ার প্লেস জ্বলে উঠলে
পুড়ে গেলো বিখ্যাত নক্ষত্ররা!
শুরু হল সূর্যের কল্যাণদিবস....।
এভাবে জন্মের পরও
জন্ম হয়েছে তাঁর নিরন্তর সুখে অসুখে।
দেবদারু গাছ
পত্রপুষ্প
উপহার
কেক
চকোলেট.....
এবাদতনামা হয়তোবা।
আসলে থিম পুজো ভালোবাসি আমরা
যাতনায় জ্বলে গেছে কুড়ি হাজার বছরের দেবদারু গাছ......
তবু শেল হাতে বাগানের স্বর্গীয় পরিচর্যা।
পাথরের ঘায়ে বিকল অবিনশ্বর পুরুষ।
আমাদের পাপের ঋন,
.....যন্ত্রনায় সত্যের উচ্চারণ  !
হয়তো এ ঐশ্বরিক নাবিকের কনসেপ্ট।
তাঁর পরিত্রাণেই পিতার অস্তিত্ব....।
         



গঠনমূলক
       
মুঠোয় ছিল নিখুঁত স্পর্শ।
তবু আমরা গাছের দিকে রওনা হতে পারিনি।
পেন্সিল চেঁছে তীক্ষ্ণ করেছি, তীর।
সকালের অপেক্ষায় সকাল ছুঁড়েছি প্রতিদিন।
মনে রাখা উচিত,আমাদের কাছে ছিল সুস্পষ্ট মেধা।
ছিল চর্চাও।
শেষপর্যন্তও গড়ে উঠছে স্মৃতির অভ্যেস।




No comments:

Post a Comment